1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

পদ্মায় জেলারা কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় বিক্রি হচ্ছে চড়া দামে

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৭৮ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: চর জেগে উঠা, নদীর তলদেশে খাদ্য কমে যাওয়া এবং পানি দূষনের কারণে পদ্মা-মেঘনা নদীতে ইলিশের বিচরণ কমেছে। ইলিশের ভর মৌসুমেও চাঁদপুরের পদ্মা-মেঘনা চষে বেড়িয়ে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে ফিরতে হচ্ছে। আর যে পরিমাণ ইলিশ পাচ্ছে তাও বিক্রি হচ্ছে চড়া দামে। গত বছর এই সময়ে এক কেজি ওজনের ইলিশ ১৩শ থেকে ১৪শ টাকা বিক্রি হলেও এ বছর বিক্রি হচ্ছে ১৭শ থেকে ১৮শ টাকা। কেজি প্রতি দাম বেড়েছে কমপক্ষে ৫০০ টাকা।

সোমবার দুপুরে চাঁদপুর মাছঘাটে গিয়ে পাইকারী ও খুচরা ইলিশ বিক্রেতাদের কাছে স্থানীয় ইলিশের বাজার দর জানতে গিয়ে এসব তথ্য জানাগেছে।

চলতি মাসের শুরুতে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে সাগর থেকে ধরে আনা ইলিশের আমদানি বাড়ে। এখনো দক্ষিণাঞ্চলের জেলা ভোলা, নোয়খালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের ইলিশ দিয়ে এই মাছঘাটের ৫০টিরও বেশি আড়ৎ বাজার ধরে রেখেছে। প্রতিদিনই ট্রলার ও ট্রাকে কমপক্ষে ১০০-১৫০ মণ ইলিশ আমদানি হচ্ছে।

ঘাটের মেসার্স ভাই ভাই মাছের আড়তের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বেপারী জানান, আজকে স্থানীয় পদ্মা-মেঘনার এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকা করে। আর সাগরের ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২শ’ থেকে ১৩শ’ টাকা। আমদানি কম হওয়ায় দাম বেশি।

মাছঘাটের খুচরা ইলিশ বিক্রেতা শাহজাহান মিয়া জানান, আমরা শুধু স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশ বিক্রি করি। কোন ধরণের ভেজাল নেই। ১ কেজি ও তার বেশি ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকা করে। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের প্রতিকেজি ১ হাজার ৩শ’ থেকে শুরু করে ১ হাজার ৪০০ টাকা দরে। এছাড়া ৩০০ থেকে সাড়ে ৩০০ গ্রাম সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকা।

হাজীগঞ্জ থেকে ইলিশ ক্রয় করতে মাছঘাটে এসেছেন আপন দুই ভাই রুবেল ও ইয়াছিন। রুবেল জানান, গত বছর এই সময়ে ইলিশের দাম আরো কমছিল। আজকে ১ কেজি ওজনের ইলিশ কিনেছি ১৮০০ টাকা দরে। দশ হাজার টাকার ইলিশ কিনেছি। কারণ আমার বড় ভাই ইয়াছিন ইতালি প্রবাসী। তিনি চলে যাবেন, যে কারণে দামের কথা চিন্তা করি না।

চাঁদপুর মৎস্য সবমায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার জানান, এখন ইলিশের ভর মৌসুম। কিন্তু দক্ষিণাঞ্চল থেকেই প্রতিদিন ১০০-১৫০ মণ ইলিশ আসছে। স্থানীয় ইলিশের চাহিদা বেশি থাকলেও পাওয়া যাচ্ছে কম। যার জন্য দামও একটু বেশি।

চাঁদপুর সদরের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, পদ্মা-মেঘনা নদীর চাঁদপুর এলাকায় ইলিশের বিচরণ কমে যাওয়ার কারণ হিসেবে ইতোমধ্যে মৎস্য বৈজ্ঞানিকরা নদীতে চর জেগে ওঠা, নদীর তলদেশে মাছের খাদ্যের অভাব ও পানি দূষণের বিষয় চিহ্নিত করেছেন। তারপরেও এখন নদীতে পানি বেড়েছে এবং বৃষ্টিও হচ্ছে। মৌসুমের বাকি সময়ে জেলেরা ইলিশ পাবে বলে আশাবাদি। আর ইলিশের দামের বিষয়টি হচ্ছে সব সময়ই বাড়ে-কমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews