1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
বুধবার, ০৮ মে ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

গাজা শহরে ইসলামিক ইউনিভার্সিটিতে ইসরায়েলি বিমান হামলা

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৬৮ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: গাজা শহরের ইসলামিক ইউনিভার্সিটিতে বুধবার ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে।

বুধবার হামাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তার বরাতে এতথ্য জানিয়েছে আনাদুলু নিউজ এজেন্সি।

ইউনিভার্সিটির ব্যবস্থাপনা কর্মকর্তা আহমেদ ওরাবি বলেছেন, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অভিযান চালায় হামাস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটির হামলার জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

আল-জাজিরা জানায়, এখন পর্যন্ত নিহতদের মধ্যে ফিলিস্তিনির সংখ্যা ৯৭৩ জন। এর মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় ৯৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর পশ্চিমতীরে নিহত হয়েছেন ২৩ জন। ফিলিস্তিনের এই এলাকায় যথাক্রমে আহতের সংখ্যা ৫ হাজার ও ১৩০ জন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজারের বেশি।

এদিকে গাজাবাসীদের সতর্ক না করে তাদের লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রাখলে নিজেদের কাছে আটক প্রায় ১৫০ ইসরাইলির মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দিয়েছে হামাস।

গাজা উপত্যকায় হামলা ও অবরোধ আরোপ করে ইসরায়েল যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভল্কার তুর্ক। বলেন, হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক বিমান হামলা, গাজা উপত্যকায় আবাসিক এবং স্কুল ভবনে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews