জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানম। ইতোমধ্যে নির্বাচন কমিশনে তিনি দাখিল করেছেন নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী সানজিদা খানমের নগদ ৮৫ লাখ ৫৮ হাজার ৬৩৩ টাকা রয়েছে।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, সানজিদা খানম পেশায় একজন শিক্ষক, চিকিৎসক, আইন পরামর্শক। তিনি এম এ পাস।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামার তথ্য অনুযায়ী সানজিদা খানমের বার্ষিক আয় ১৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা। তার অকৃষি জমির ৭ দশমিক ৫ কাঠা, যার মূল্য ১৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। দ্বিতলা বিশিষ্ট একটি বাড়ি রয়েছে, যার মূল্য তিন লাখ ১০ হাজার টাকা। দুটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য ৬৯ লাখ ৪৭ হাজার টাকা। ইতিপূর্বে তার নির্বাচনি চারটি প্রতিশ্রুটি ছিল, যার মধ্যেই তিনটি সম্পূর্ণ এবং একটি প্রতিশ্রুটি চলমান রয়েছে।
হলফনামায় বলা হয়, সানজিদা খানমের একটি পরিবহন রয়েছে, যার মূল্য ৬৩ লাখ ৭২ হাজার টাকা। তার স্বর্ণালঙ্কার রয়েছে ৮০ হাজার টাকা মূল্যের, যার পরিমান হলফনামায় উল্লেখ করেননি তিনি।
তার ইলেকট্রনিকস সামগ্রী হিসেবে টিভি দুটি, ফ্রিজ দুটি, ওভেন একটি, ওয়াটার পিউরিফায়ার একটি, যার মূল্য এক লাখ ৯০ হাজার টাকা এবং মোবাইল এসি ইলেকট্রনিকস ডিভাইস বাবদ মূল্য ধরা হয়েছে ৭০ হাজার টাকা। আসবাবপত্র হিসেবে তার খাট, আলমারি, সোফা, বুকসেলফ রয়েছে যার মূল্য ৮৫ হাজার টাকা।
সানজিদা খানমের নামে ঢাকার সিএমএম কোর্টে একটি মামলা হয়েছিল, যার চূড়ান্ত রিপোর্ট বের হয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি।
Leave a Reply