জেএন ২৪ নিউজ ডেস্ক: বাসের আগুনে গুরুতর দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাতরাচ্ছেন দগ্ধ মো. সবুজ মিয়া (৩০) নামে এক যাত্রী।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, সবুজের শ্বাসনালিসহ শরীরের ২৮ শতাংশের মতো দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় বাঁশপট্টি এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রবিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সবুজ মিয়া বলেন, ‘অছিম পরিবহন বাসে করে আমি বাসায় যাচ্ছিলাম। মেরাদিয়া নামতে বাসের গেটের সামনে যেতেই ৩০ বছর বয়সী এক যুবক গাড়ির দরজার দিকে পেট্রোল বোমা নিয়ে এগিয়ে আসে। আমি বাসের গেট থেকে নামার আগেই কালো টিশার্ট পরা যুবক আমার শরীরে পেট্রোল বোমা মারে। এরপর সবাই ছোটাছুটি করলে গাড়িতে আগুন লাগিয়ে ওই যুবক দৌড়ে পালিয়ে যায়।’
সবুজ বলেন, ‘আমিসহ আরও অনেকেই আহত হয়েছে। অনেকেই বাসের জানালা দিয়ে নামতে গিয়ে আহত হন। তবে আমি গেটের সামনে থাকায় সঙ্গে সঙ্গে আমার চেহারা ও শরীরে আগুন লেগে যায়। পরে এলাকাবাসী আমাকে হাসপাতালে নিয়ে আসে।’
সবুজের স্ত্রী রুশেদা জানান, সবুজ ‘রমজান পরিবহন’ বাসের চালক। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তারা রাজধানীর মেরুল বাড্ডায় ভাড়া বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সবুজ নামের একজন বাসচালক দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। সবুজ গুরুতর অবস্থায় রয়েছেন।
Leave a Reply