জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর শান্তিনগরে ভায়েরা, শ্যালক ও শ্যালিকার মারধরে ট্রাভেল এজেন্সির এক মালিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। নিহত মোহাম্মদ বাহারের মালিকানাধীন ‘এম বাহার ওভারসিস’ নামে একটি প্রতিষ্ঠান আছে। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে কাকরাইলের শান্তিনগর প্লাজায় প্রতিষ্ঠানটির অফিসে মারধরের ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী জয়নব অভিযোগ করে বলেন, বাহার তার এক বন্ধুর কাছ থেকে আমার ছোট বোন ফাতেমার জামাই জাকিরের জন্য কাতারের ভিসার ব্যবস্থা করে দিয়েছিল। আজ শনিবার তার যাওয়ার কথা ছিল, কোনো জটিলতার কারণে আজ ফ্লাইট মিস হয়েছে। আর এ কারণে বোন ফাতেমা তার জামাই জাকির ও ভাই ইউনুস ক্ষিপ্ত হন। তারা অফিসে গিয়ে আমার স্বামী বাহারকে মারধর করে, গলায় টিপে ধরে। এতে সে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর বিকাল ৫ টা ২০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার রমনা পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহিদুল উসমান মাসুম বলেন, সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসি। এসে বাহারকে মৃত অবস্থায় দেখতে পাই। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে মারামারির ঘটনায় তিনি আহত হয়ে মারা গেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
মৃত বাহার নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার মৃত আলী আহমেদের ছেলে। তিনি পরিবারে সঙ্গে রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় বসবাস করতেন। তিনি ছেলের জনক ছিলেন।
Leave a Reply