1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

বান্দরবান পৌর এলাকায় ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৩০ Time View

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: ফ্যামিলি কার্ডের মাধ্যমে বান্দরবানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য ১৯জুন- ২০২৩ সোমবার থেকে বিক্রি শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১১টায় বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ড হাফেজঘোনা ও ৪নং ওয়ার্ড বান্দরবান বাজার এলাকায় টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো: ফজলুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রাজীব কুমার বিশ্বাস।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো:কামরুল হাসান বাচ্চু, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওমর ফারুক, টিসিবি ডিলার বান্দরবান বাজারের হাজ্বী ইসহাক স্টোরের স্বত্বাধিকারী মাইনুদ্দীন রবিন, সমাজের স্বর্বস্থরের জনসাধারণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

টিসিবির ডিলাররা জানান, বান্দরবানের প্রতিটি ওয়ার্ডে একটি করে দোকানে বা নিদিষ্ট স্থানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিসিবির ন্যায্যমুল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে। ফ্যামিলি কার্ডধারী একজন ব্যক্তি বা পরিবার ৭০টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১০০ টাকা লিটার দরে ২লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

এদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বান্দরবান সদর ও পৌর এলাকায় ৮ হাজার ৩৯২জন, আলীকদমে ৫ হাজার জন, নাইক্ষ্যংছড়িতে ৪হাজার জন, থানচি উপজেলায় ২ হাজার ৫০০জন, রুমা উপজেলায় ২ হাজার ৫০০জন এবং রোয়াংছড়ি উপজেলায় ২ হাজার ১০০ জনকে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফজলুর রহমান জানান, টিসিবি পণ্যে বিক্রি করার জন্য দূর্গম এলাকায়ও আমাদের ডিলাররা যাবেন। সেখানে কমমূল্যেও টিসিবির পণ্যে বিক্রি করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews