জেএন ২৪ নিউজ ডেস্ক: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), মিয়ানমার সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার ২৬৪ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন।
এদের মধ্যে মঙ্গলবার দুপুরে ৩৫ জন প্রবেশ করেন।
একইদিন বিকালে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত মিয়ানমারের বিজিপি, সেনাসহ অন্যান্য বাহিনীর ২৬৪ জন মিয়ানমার থেকে এসেছেন। তাদের মধ্যে ৩৫ জন আজ দুপুরে পালিয়ে এসেছেন। তাদের আশ্রয়ে দিয়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে ১৫ জন আহত ছিলেন। তাদের মধ্যে ৮ জন গুরুতর আহত ছিলেন। ৪ জনকে কক্সবাজার ও ৪ জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিজিবির পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে যোগাযোগ অব্যাহত রয়েছে।
Leave a Reply