এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বোরো ধান ও সিদ্ধ চাউল সংগ্রহ -২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইল সদর খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ বছর নড়াইল জেলায় সরকারি নির্ধারিত মূল্য ৩০ টাকা কেজি দরে মোট ৪ হাজার ২ শত ৪২ মেট্রিক টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে ৫ হাজার ৪ শত ১৯ মেট্রিকটন সিদ্ধ চাউল ২১ টি মিল মালিক নিকট থেকে সংগ্রহ করা হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ মান্নান আলী এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা পলাশ মূর্খাজী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, চেম্বার অব কমার্স নড়াইলের সভাপতি মোঃ হাসানুজ্জামান,সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক বিশ্বাস, জেলা ও উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা, সাংবাদিক, মিলমালিক, কৃষক, সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply