এসএম আলমগীর কবির , নড়াইল প্রতিনিধি : নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় অবস্থিত অরুণিমা রিসোর্টে গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী টুর্ণামেন্ট শেষে রাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক বাণিজ্যমন্ত্রী কর্ণেল মোহাম্মদ ফারুক খান এমপি।
অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদের (পিএসসিজি) সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গলফ ক্লাব কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাতেম, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান ও ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ট্রিয়াব) সভাপতি খবির উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক
ইরফান আহমেদ, গলফ টুর্ণামেন্ট বিজয়ী মেজর শেখ হাসনাত ই মিরাজসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া অরুনিমা ড্রাইভিং রেঞ্জের উদ্বোধন, আলোচনা সভা ও গলফ টুর্ণামেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্ণামেন্টে দু’টি গ্রুপে ছয়জন
বিজয়ী হয়েছেন।
খেলায় স্বাগতিক অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবসহ যশোর, সাভার ও কুর্মিটোলা গলফ ক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply