রাকিবুল ইসলাম , ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে শশুরবাড়ীতে এসে নান্নু মিয়া (৩০) নামের জামাইয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার আনাপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, চলতি বছরের গত ২৮ এপ্রিল উপজেলার চালাপাড়া গ্রামের চৈতারপাড়া এলাকার মৃত নায়েব আলী মন্ডলের ছেলে গার্মেন্স শ্রমিক নান্নু মিয়ার সাথে একই উপজেলার আনারপুর গ্রামের আবুল কালাম মন্ডলের মেয়ে মিম আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পরের দিন ২৯ এপ্রিল নান্নু মিয়া তার নিকটতম ৫/৬ জন আত্মীয়-স্বজন নিয়ে শশুর বাড়ি বেড়াতে আসে এবং ৩০ তারিখ রবিবার আত্মীয়-স্বজনকে শ্বশুরবাড়ি রেখে তার স্ত্রীকে নিয়ে এসএসসি পরীক্ষা দেয়ার জন্য ধুনট নিয়ে আসে। পরীক্ষা শেষে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যায় এবং আত্মীয়-স্বজনসহ শশুর বাড়িতে দুপুরের খাওয়া শেষে বিকেলে আত্মীয়-স্বজন বাড়িতে চলে আসে। ওই দিন নান্নু মিয়া শ্বশুর বাড়িতেই থাকে। শশুরবাড়ীতে নান্নু ও তার স্ত্রী সহ রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। স্ত্রী ঘুমানোর পর রবিবার দিবাগত রাত ১২টার পর মোতাবেক ১ মে সোমবার রাতে স্বামী নান্নু মিয়া সবার অজান্তে শশুরবাড়ীর গেটের সামনে পিটাগড়া গাছে রশি বেঁধে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে বলে ধারনা করছে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া ফরেনসিক বিভাগে প্রেরন করে এ সংক্রান্ত থানার একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply