এসএম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের অপরাধে আব্দুর রহমান শেখ নামে এক ইজারাদাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় তাকে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা। আব্দুর রহমান শেখ উপজেলার পার বিষ্ণুপুর গ্রামের ছদের শেখের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার নবগঙ্গ নদীর দেয়াডাঙ্গা-নওয়াগ্রাম বালু মহাল ইজারা নিয়ে গভীর রাতে আব্দুর রহমান শেখ নওয়াগ্রাম সীমানার বাহিরে গিয়ে বালু উত্তোলন করছিলেন।
সচেতন এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে কালিয়া থানা পুলিশ রাত সাড়ে ১২ টার সময় আব্দুর রহমানসহ ৬ জনকে আটক করে। পরে বুধবার সকাল সাড়ে ১০ টায় তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
Leave a Reply