জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপি কার্যালয়ে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করা সেই মিয়ান আরেফির ঠাঁই হয়েছে কারাগারে। সোমবার দুপুরে তাকে পল্টন থানা হাজত থেকে আদালতে নেয় পুলিশ। আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
পল্টন থানায় মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে আরেফিসহ তিনজনকে আসামি করে মামলা করেন। বাকি দুই আসামি হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা মো. ইশরাক হোসেন।
এর আগে রবিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফিকে আটক করে পুলিশ। পরে অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে আরেফিসহ দুজনকে আসামি করে মামলা হয়।
জানা যাচ্ছে, পাসপোর্ট অনুযায়ী মিয়ান আরেফির আসল নাম জাহিদুল ইসলাম মিয়া। তিনি বাংলাদেশি-আমেরিকান। তার পৈতৃক বাড়ি পাবনায়। তবে সেখানে তার পরিবারের কেউ থাকেন না। আত্মীয়স্বজনও তেমন কেউ নেই।
গত শনিবার বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে কথা বলেন মিয়ান আরেফি। নিজেকে পরিচয় দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা।
ওই দিনই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ‘বাইডেনের উপদেষ্টা’ কে এই ব্যক্তি? শিরোনামে খবর প্রকাশ করে । তার পরিচয় নিয়ে প্রশ্ন তুলে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ কোন কোন ব্যক্তিকে তিনি (মিয়ান আরেফি) বার্তা পাঠিয়েছেন তার ফিরিস্তি দিচ্ছেন। তার পাশে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।
ওই রাতেই বিএনপি মহাসচিব বিবৃতি দিয়ে জানান, এই ব্যক্তির পরিচয়ের বিষয়ে তিনি কিছু জানেন না। ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকেও বলা হয়, এই ব্যক্তি মার্কিন সরকারের কেউ নন।
Leave a Reply