1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

আ.লীগের সমাবেশে হাজার-হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিলেন গাজীপুরের জাহাঙ্গীর

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৮৮ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: গাজীপুর আওয়ামী লীগে তার প্রয়োজনীয়তা যে এখনো কতটা, তা আবারো প্রমাণ করলেন গাজীপুরের সাবেক মেয়র ও বর্তমান মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম।

গাজীপুর থেকে হাজার-হাজার নেতাকর্মী নিয়ে শনিবার রাজধানীর কাওলায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন তিনি। এর আগে বেলা ১১টায় গাজীপুর থেকে বিশাল গাড়ি বহর করে নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যোগ দিতে রওনা দেন গাজীপুরের সাবেক মেয়র।

আগের দিন গাজীপুর সিটির সাবেক এ মেয়র নিজেই বলেছিলেন, তিন হাজার গাড়ির বহর নিয়ে ঢাকায় যাবেন। নেতাকর্মীদের জন্য তার বাসায় খাবারও রান্না করা হয়।

গাজীপুর সিটির সবশেষ নির্বাচনে জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হন। দল থেকে বহিষ্কার এবং ক্ষমা পাওয়া জাহাঙ্গীর বরাবরই বলে আসছিলেন, দল তাকে ছাড়লেও তিনি আওয়ামী লীগে ছিলেন, আছেন এবং থাকবেন। তার এই বক্তব্যের যথার্থতাই যেন প্রমাণ করলেন সাবেক মেয়র। ঢাকার লাগোয়া দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন থেকে হাজার হাজার নেতাকর্মী এনে দেখিয়েছেন চমক।

প্রধানমন্ত্রীর সমাবেশ শেষে জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা হয়। গাজীপুরের সাবেক মেয়র জানান, কমপক্ষে ১৫০০ গাড়ির বহর নিয়ে ঢাকায় এসেছি, কমপক্ষে ৫০ হাজার মানুষ এনেছি। এসব নেতাকর্মীর জন্য সারারাত আমার বাড়িতে রান্নাও হয়েছে।

জাহাঙ্গীর বলেন, আওয়ামী লীগকে ভালোবাসি বলেই গাজীপুর থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সঙ্গে নিয়ে জনসভায় যোগ দিয়েছি। আওয়ামী লীগের পদে ছিলাম। এখন সমর্থক হিসেবে আওয়ামী লীগের হয়ে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ থেকে আমাকে বলা হয়েছে সভা সফল করার জন্য। আমি ১৫০০ গাড়ির বহরে প্রায় ৫০ হাজার মানুষকে নিয়ে জনসভায় গিয়েছি। আমি গাজীপুরের মেয়র ছিলাম, এখন আমার মা মেয়র, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমাদের উদ্দেশ্য মানুষের সেবা করা। সেই কাজ করে যাচ্ছি।

গাজীপুরের সাবেক এই মেয়র বলেন, ‘নির্বাচনের আগে শুনছি দলের পদ নেই। কিন্তু আমাকে কোনো চিঠি দেয়নি। আমি দলের পদপদবি নিয়ে ভাবি না। দলের সমর্থক হিসেবে আছি, এটাই যথেষ্ট। তারপরও আমাকে বলা হয়েছে জনসভায় যোগ দিতে। আমি হাজার হাজার লোক নিয়ে সভায় গেছি।’

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে কাওলায় সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত ৭ অক্টোবর এ সমাবেশ হওয়ার কথা থাকলেও সেদিন বিরূপ আবহাওয়ার কারণে সেটি স্থগিত করে ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews