জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন খুলনা সিটি করপোরেশন (খুসিক) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত করার পাশাপাশি তা প্রতিপালনে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ও লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করার জন্য আহ্বান জানিয়েছে ইসি।
বুধবার দুই প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছে পৃথকভাবে এ চিঠি দেন খুলনা সিটি করপোরেশন (খুসিক) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী পলকের একান্ত সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ‘আগামী ১২ জুন খুলনা সিটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পত্রের মারফত জানতে পারলাম যে, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত খুলনায় অবস্থান করবেন। উক্ত নির্বাচন নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলে সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করা প্রয়োজন।’
আচরণ বিধিমালা বিস্তারিত উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘নির্বাচনপূর্ব সময়ে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে খুলনা সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ প্রতিপালনের বিষয়ে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’
নির্বাচনী আচরণ বিধিমালা বিস্তারিত উল্লেখ করে বেগম মুন্নুজান সুফিয়ানের একান্ত সচিবের কাছে পাঠানো আরেক চিঠিতে বলা হয়, ‘আগামী ১২ জুন খুলনা সিটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পত্রের মারফত জানতে পারলাম যে, প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত খুলনায় অবস্থান করবেন। উক্ত নির্বাচন নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলে সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করা প্রয়োজন।’
সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটিতে ভোট হবে ২৫ মে, খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন। ২১ জুন ভোট হবে রাজশাহী ও সিলেট সিটিতে।
Leave a Reply