জেএন ২৪ নিউজ ডেস্ক: জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৫ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয় বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
সোমবার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশিগঞ্জ আমলী আদালতের বিচারক তানভীর আহম্মেদ ৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী ইউসূফ আলী বলেন, সাংবাদিক রব্বানী হত্যা মামলায় গ্রেপ্তার ১৭ আসামির মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান জামিনের আবেদন করেন। বিচারক বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাদের জামিন আবেদন না মঞ্জুর করেন। এ নিয়ে ৩য় বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলা নিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় ১৭ জুন নিহত রব্বানীর স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে বকশিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
Leave a Reply