জেএন ২৪ নিউজ ডেস্ক: বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে দুর্নীতি করতে পারে না।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন শেষে মঙ্গলবার বিকাল ৩টার দিকে ভাঙ্গায় আওয়ামী লীগের জনসভায় তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষের জন্য কাজ করবো সেই প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছিলাম। সেই কাজ করে যাচ্ছি। এসব কাজে আমাদের নেতাকর্মীরাও সহযোগিতা করেছে। নৌকা মার্কায় যেমন স্বাধীনতা এনে দিয়েছে, তেমনি নৌকায় ভোট দেয়ায় দেশ উন্নত হয়েছে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে।’
‘আমি জানি অনেক জ্ঞানীগুণী আমার সঙ্গে নেই কিন্তু দেশের মানুষ আমার সঙ্গে আছে। এদেশকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমার সঙ্গে দেশের মুক্তিযোদ্ধারা আছে। যারা বুকের তাজা রক্তা দিয়ে এদেশ স্বাধীন করেছে তারা আমার সঙ্গে আছে।
সরকারপ্রধান বলেন, ‘আমাদের দেশের এক ব্যক্তি একটি ব্যাংকের এমডি পদের জন্য হিলারি ক্লিনটনের মাধ্যমে বিশ্ব ব্যাংকের পদ্মা সেতুর টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। তার বয়স হয়েছিল ৭০ বছরে কিন্তু ব্যাংকের এমডি ৬০ বছরে বেশি হলে থাকতে পারে না।
Leave a Reply