জেএন ২৪ নিউজ: নরসিংদী জেলার বেলাবর থানাধীন জিন্দাবর ইউনিয়ন পরিষদের পিছনে বাগান বাড়িতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জুয়ার আসর চলছে যেমন- ওয়ানটেন ও কাটাকাটি জুয়া।
এই অধিক টাকার জুয়া খেলায় অএ এলাকার লোকজন দিন দিন নিশ্ব হয়ে যাচ্ছে এবং প্রতিদিন লাখ লাখ টাকা জনগন থেকে হাতিয়ে নিচ্ছে জুয়াড়ুরা এবং এই জুয়া পরিচালনা করছে চেয়াম্যান এর ছেলে সালমান, মিশু ও বিল্লাল গং।
এ ব্যপারে ২০ জুন/২০২৩ ইং তারিখ সকাল ১১.২৩ এর সময় বেলাবর থানার অফিসার ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম মহোদয় কে বিষয়টি তাহাদের মুঠোফোনে জানালে এব্ষিয়ে ব্যবস্থ নিবেন বলে জানান অথচ আজো ও জুয়া খেলা বন্ধ হয়নি।
অত্র এলাকার নাম প্রাকশ্যে অনিচ্ছুক কতিপয় ব্যক্তি জানান এ ধরনের জুয়া খেলতে থাকলে যুব সমাজ ধংশের দিকে যাবে। তাই এই জুয়া খেলা বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
া
Leave a Reply