এসএম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি : নড়াইলে গাঁজা, ইয়াবা ও একটি ডিজিটাল পরিমাপক যন্ত্রসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৮ এপ্রিল) দিনগত
রাতে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা গ্রামের একটি মৎস্য ঘেরের পাড় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন নড়াইল সদর উপজেলার ভওয়াখালি গ্রামের মৃত সাঈদ শিকদারের ছেলে মো. হাদিউজ্জামান শিকদার হাদি (৪৩), মৃত তাইজেল মোল্যার ছেলে রুবেল মোল্যা (৩৫) ও রফিক বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (৩৮)।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. সাজেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশের ওসি সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে উপ-পরির্দশক (এসআই) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
এ সময় মাদক কারবারি হাদির হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২৭০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র ও মাদক বিক্রির ১ হাজার ৮শ টাকা এবং তার সহযোগী রুবেলের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা এবং ইসমাইলের নিকট থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে, রোববার (৯
এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।
Leave a Reply