জেএন ২৪ নিউজ ডেস্ক: আজ ৩রা মে /২০২৩ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকগন তাদের ব্যানার সহ উপস্হিত হয়।
সকসল ১০টায় পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম শুরু হয়।
এ সময় বিশ্ব মুক্ত গণমাধ্যমের আলোকে অনুঠান পরিচালনা এফবিজেও এর নেতা এম এম তোহা, বিশ্ব মুক্ত গণমাধ্যমের আলোকে সংগঠনের নেতা আবহ তাহের পাটোয়ারী, জুরাইন প্রেস ক্লাবের সভাপতি ও এফবিজেও এর নেতা সোহেল, জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির উওরা জনের সভাপতি মো: আনিছুর রহমান, চেয়ারম্যান মো: আবুল কাসেম,প্রতিষ্ঠাতা মহাসচিব এস,এম হানিফ, এফবিজেও এর মহাসচিব এস,এম হানিফ, স্হায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন নূর ইসলাম,এফবিজেও এর চেয়ারম্যান এস, এম মোরশেদ সহ অনন্যা সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
Leave a Reply