1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
আজ ও আগামীকাল কারফিউ আরও শিথিল লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ টাইফুন গায়েমি: আঘাত হেনেছে চীনের উপকূলে, ব্যাপক বন্যার আশঙ্কা ছাত্রসমাজ আদালত থেকে ন্যায় বিচার পাবে : প্রধানমন্ত্রী সারাদেশে শাটডাউন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শতশত গাড়ি ৩৯ রাজনৈতিক দলের যৌথ বিবৃতি; শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি ‘তালিকা ধরে গ্রেপ্তার করব’, বিএনপি কার্যালয়ে অভিযান শেষে ডিবির হারুন দেশের সব স্কুল কলেজ পলিটেকনিক বন্ধ ঘোষণা, ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রুনা লায়লা গ্রেপ্তার ঢাবিতে সাঁজোয়া যানসহ পুলিশ মোতায়েন

আগামী সেপ্টেম্বর থেকে নির্বাচনি প্রচারণায় নামছে আ.লীগ

  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৭৮ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাস থেকে প্রচার-প্রচারণায় মাঠে নামছে আওয়ামী লীগ। সেভাবে সব সহযোগী সংগঠনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। তৃণমূলে এ বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদেরকে।

বুধবার ২৩বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের নেতাকর্মীদের এমন নির্দেশনা দেওয়া হয় বলে সভায় উপস্থিত একাধিক নেতা ঢাকা টাইমসকে জানিয়েছেন।

সভার শুরুতেই বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে আগস্ট মাসের কর্মসূচি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সহযোগী সংগঠনের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। কৃষক লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংগঠনে রাজাকারপুত্র থাকার অভিযোগের বিষয় আলোচনায় প্রধান্য পায়।

সভায় উপস্থিত থাকা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, আওয়ামী যুব মহিলা লীগ ও ছাত্রলীগের সম্মেলন হয়েছে ছয় মাসের বেশি। তাই যুব মহিলা লীগ ও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি চলতি মাসের মধ্যে ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড ও থানা কমিটি ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়। জাতীয় নির্বাচনের প্রচারণা আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে। সেভাবে সকল সহযোগী সংগঠনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ যাতে রাজনীতির মাঠে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সতর্ক থাকার বলা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ঢাকা টাইমসকে বলেন, আওয়ামী লীগের যৌথসভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে আগস্ট মাসের পরেই সেপ্টম্বর মাসে নির্বাচনি প্রচারণার নামার সিদ্ধান্ত হয়েছে। যুব মহিলা লীগ ও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড ও থানা কমিটি ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ঢাকা টাইমসকে বলেন, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর যৌথসভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যুব মহিলা লীগ ও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনের প্রচারণাসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews