1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সরকার পেশি শক্তিতে বিশ্বাস করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কোনো পেশি শক্তিতে বিশ্বাস করে না, বরং জনগণের রায়ের মাধ্যমেই আবার ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেন, ‘আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করি না। কোনো মাসল পাওয়ারে (পেশি শক্তি) বিশ্বাস করি না। আমরা শুধু জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করি। আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি। জনগণের ভালোবাসা চাই। সারাদেশ ঘুরে বেড়াই। সারাদেশে একটাই আওয়াজ শেখ হাসিনার বিকল্প নেই। নানা ধরনের ষড়যন্ত্র চলছে। দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে গেছে, বিভিন্ন সেক্টরে যেভাবে বিশ্বমানের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’

শনিবার দুপুরে নগরীর চাষাড়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নিজস্ব ভবন উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন। অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গার্মেন্টস, পাট শিল্পের মতো আইটি সেক্টর এখন একটা সম্ভাবনার জায়গায় চলে এসেছে। প্রধানমন্ত্রী এ অবস্থান তৈরি করে দিয়েছেন। আগের একজনের সময় সাবমেরিন ক্যাবল ফ্রি দিতে চেয়েছিল তখন ওরা বলেছিল এদেশের তথ্য নাকি পাচার হয়ে যাবে। এদের বোকা বলব না কি বলবো?

মন্ত্রী বলেন, ‘১৫-২০ বছর আগে শহরের দিকে হতদ্ররিদ্রদের একটা মিছিল ছিল। কিন্তু এখন আপনি কি খাওয়াবেন তা আগে না জানালে কাউকে ডেকে খাওয়াতে পারবেন না। খেতে ডাকলে পরিবহন ভাড়া দিতে হবে। আমরা দায়িত্ব নেওয়ার সময় হতদরিদ্রদের হার ছিল শতকরা ২৮ ভাগ। বর্তমানে তা ৫ ভাগ। ২০৪০ সালে এ এটা শূন্য হবে। ২০৩০ সালের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হবে। ২০৪০ এর মধ্যে শিক্ষিতের হার শতভাগ হবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মালিক ও শ্রমিকের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে দিয়েছে। আগে শ্রমিক অসন্তোষ হলে রাস্তায় নেমে যানবাহনে হামলা করত ,ফ্যাক্টরিতে হামলা করত, আগুন দিত। এটা ছিল নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। শিল্প পুলিশ শ্রমিকদের বোঝাতে সক্ষম হয়েছে এই ফ্যাক্টরিগুলো তাদেরই। ফ্যাক্টরির ক্ষতি হলে তাদেরই ক্ষতি। এই শিল্প পুলিশের ধারণা প্রধানমন্ত্রীর মাথা থেকেই এসেছে।’

ভুল ভ্রান্তি অনেকেই করে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরাও ভুল করি। ভুল করলে শাস্তি পেতেই হবে। সেটা জনপ্রতিনিধি হোক, পুলিশ হোক যেই হোক। তবে দায়িত্বটা আমাদের সঠিকভাবে পালন করতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews