1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

দ্বিতীয় পর্বের নির্বাচন নিয়ে কী ভাবছেন দেশটির ভোটাররা

  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৫৯ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে গড়াল প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে ঘিরে নানা মত দিচ্ছেন দেশটির ভোটাররা। দেশটিতে দ্বিতীয় পর্বে ভোট হওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এখন এরদোয়ান। কেননা এখন এরদোয়ানের জয় প্রায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

ভোট দিতে সকাল থেকেই অনেকেই এসেছেন। কেউ কেউ হুইল চেয়ারে করেও ভোট কেন্দ্রে এসেছেন। দেশটির বিভিন্ন শহরের ভোটারদের মনোভব তুলে ধরা হলো-

রাজধানী আঙ্কারা

এরদোয়ানকে ভোট দেওয়ার পর ৪৫ বছর বয়সী গৃহবধূ সোনগুল আসলান বলেন, ‘গত ২০ বছরে কী ঘটেছে তা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা সবাই দেখছি কীভাবে আমাদের দেশ বদলেছে। কেউ এটা অস্বীকার করতে পারবে না। আমি আমাদের দেশের উন্নতি অব্যাহত রাখার জন্য ভোট দিয়েছি, প্রতিটি দিক থেকে আরও ভাল হচ্ছে। অর্থনৈতিক অসুবিধা আছে, কিন্তু সেগুলি সমাধানযোগ্য সমস্যা। যতক্ষণ না আমরা শক্ত হয়ে দাঁড়াই তুরস্ক যেকোনো কিছুকে অতিক্রম করতে পারে।’

৩২ বছর বয়সী গুলকান ডেমিরোজ বলেন, তিনি আশা করেছিলেন যে ভোটটি পরিবর্তন আনবে এবং অন্যথায় তার বন্ধুরা বিদেশে চলে যাবে, কারণ সে এবং তার প্রেমিক একটি ভালো জীবনের জন্য চিন্তা করছে।

কিলিচদারোগলুকে ভোট দেওয়ার পর টেক্সটাইল শিল্পে কাজ করা ডেমিরোজ বলেন, ‘এই দেশটি আরও ভালোর যোগ্য। আমাদের একটি সমষ্টিগত মানসিকতা দরকার, একজন শক্তিশালী, ঠান্ডা, দূরবর্তী মানুষ নয় যে এককভাবে শাসন করে।’

৬৬ বছর বয়সী কামাল উস্তুনেল বলেন, ‘আমরা আজ ভোট দিচ্ছি আমাদের সন্তানদের জন্য, আমাদের নাতি-নাতনিদের জন্য, তাদের একটি ভালো ভবিষ্যত দেখার জন্য। মুদ্রাস্ফীতি আকাশচুম্বী এবং আমি বর্তমান সরকারের কাউকে এই পরিস্থিতি ঠেকানোর জন্য দেখতে পাচ্ছি না। (কিলিচদারোগলু) তার জ্ঞানী লোকদের দল প্রস্তুত করেছে। ঈশ্বরের ইচ্ছা, তিনি দেশকে এই গর্ত থেকে বের করে আনবেন।’

“আমি মনে করি এটি কিলিচদারোগলুর জন্য সহজ হবে না, তিনি একজন সৎ ব্যক্তি কিন্তু তার সব পছন্দ সঠিক ছিল না,”

প্রথম পর্বের নির্বাচনে সিনান ওগানের সমর্থক বুরাক (২৩) বলেন, ‘আমি আশা করি তিনি জিতবেন এবং এই দেশ এত দীর্ঘ সময়ের পরে একটু শ্বাস নিতে পারবে। অন্যথায় আমি ভয় পাচ্ছি যে আমরা কঠিন সময় দেখতে পাব।’

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল

ডিজিটাল বাজার বিশেষজ্ঞ সুকরু উকার (৩৫) বলেন, ‘তুরস্ক একটি অগণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। আমি ইউরোপীয় ইউনিয়নের কাছাকাছি একটি শক্তিশালী তুরস্ক দেখতে চাই। আমি এমন একটি দেশে থাকতে চাই যেটি আইনের শাসন এবং ইসিএইচআর (ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস) এর রায়কে সম্মান করে। গতবার আমি আরও আশাবাদী ছিলাম, কিন্তু আমি বিশ্বাস করি পরিবর্তন ঘটবে। এরদোয়ান জিতলে আমি তুরস্ক ছেড়ে যাওয়ার কথা ভাবব।’

নির্মাণ শ্রমিক ওমের কোসেকোল (৫৮) বলেন, ‘আমি এরদোয়ানকে ভোট দিয়েছি কারণ তিনি একজন বিশ্বনেতা। আমি তাকে ভোট দিয়েছি কারণ তিনি তুরস্কের জন্য যা করেছেন তা প্রশংসারযোগ্য। তিনি স্বাস্থ্য ব্যবস্থাকে ভালোর জন্য পরিবর্তন করেছেন। তিনি রাস্তা নির্মাণ করেছেন।’

নুরান নামের এক ভোটার বলেন, ‘আমরা তাকে (এরদোয়ানকে) অনেক ভালোবাসি। ঈশ্বরের কৃপায় তিনি জয়ী হবেন। দেশের অনেক সমস্যা আছে কিন্তু কেউ যদি সেগুলো সমাধান করতে পারে, তাহলে সে পারবে।’

দিয়ারবাকিরে, কুর্দি দক্ষিণ-পূর্বের বৃহত্তম শহর

‘প্রথম রাউন্ডে আমি রাষ্ট্রপতি পদের জন্য কিলিচদারোগলুকে ভোট দিয়েছিলাম। কিন্তু এবার, (এরদোয়ানের) একে পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। কিলিচদারোগলু নির্বাচিত হলে তার পক্ষে কাজ করা কঠিন হবে,’ বলেছেন ২৯ বছর বয়সী মাহমুত সিন।

৩৪ বছর বয়সী গৃহবধূ কানান টিন্স বলেন, ‘যথেষ্ট যথেষ্ট। তুরস্ক যে অর্থনৈতিক সঙ্কট ও সমস্যার সম্মুখীন হচ্ছে তা কাটিয়ে ওঠার জন্য পরিবর্তন অপরিহার্য, তাই আমি আবার কিলিচদারোগলুকে ভোট দিয়েছি। আমরা আশাবাদী এবং দৃঢ়প্রতিজ্ঞ।’

৫৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত ফারুক গেকগেল বলেন, ‘তুরস্কের ভবিষ্যতের জন্য এটা গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট, যেখানে তার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, একই ছাদের নিচে একসাথে কাজ করবে। তাই আমি স্থিতিশীলতার জন্য এরদোয়ানকে আবার ভোট দিয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews