জেএন ২৪ নিউজ ডেস্ক : ৮০ জন কোরআনের হাফেজসহ একটি মাদ্রাসার মোট ১০৫ জন ছাত্রকে মেট্রোরেল ভ্রমণের সুযোগ করে দিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ।
দলীয় সূত্রে খবর, সোমবার সকালে মেট্রোরেলের উত্তরা স্টেশন থেকে যাত্রা শুরু করে মতিঝিল পর্যন্ত যায় ১০৫ মাদ্রাসা ছাত্র। এরপর মতিঝিল নেমে স্টেশন ঘুরে দেখে তারা আবার মেট্রোতে চেপে ফিরেছে উত্তরা স্টেশনে।
এই ভ্রমণে মাদ্রাসা শিক্ষার্থীরা বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেছে। তাদের হাতে দেখা গেছে বাংলাদেশের জাতীয় পতাকাসহ সরকারের উন্নয়ন সম্বলিত ছোট ছোট কিছু প্লাকার্ড।
৮ থেকে ১৫ বছর বয়সী এসব মাদ্রাসা শিক্ষার্থী প্রথমবারের মত মেট্রোরেলে চড়েছে বলে জানা গেছে। তারা সবাই জামিয়া মহিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।
Leave a Reply