জেএন ২৪ নিউজ ডেস্ক: পুলিশ সদরদপ্তরে কর্মরত তিন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেএন ২৪ নিউজকে হাতে আসা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। গত ১২ এপ্রিল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদেশে সই করেছেন।
অফিস আদেশে বলা হয়েছে, পুলিশ সদরদপ্তরে কর্মরত তিন কর্মকর্তা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন দায়িত্ব পালন করবেন। তারা হলেন- পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন খন্দকার লুৎফুল কবিরকে ডিআইজি হেডকোয়ার্টার্স, ডিআইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) মো. আমিনুল ইসলামকে ডিআইজি প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ডিআইজি অডিট অ্যান্ড ইন্সপেকশন এবং ডিআইজি সদরদপ্তর এস. এম. মোস্তাক আহমেদ খানকে ডিআইজি ফিন্যান্সের দায়িত্ব দেওয়া হয়েছে।
Leave a Reply