জেএন ২৪ নিউজ ডেস্ক: জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ তিন দেশের ১৫ দিনের সফরে শেষে মঙ্গলবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা ঊর্মি ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছবেন।
ত্রিদেশীয় সফরের উদ্দেশে গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে টোকিও যান। সেখানে পৌঁছানোর পরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
চার দিনের দ্বিপাক্ষিক জাপান সফর শেষে গত ২৮ এপ্রিল বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের আমন্ত্রণে বাংলাদেশ-বিশ্ব ব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যান প্রধানমন্ত্রী।
ওয়াশিংটন সফরকালে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেন এবং বিশ্ব ব্যাংকের বোর্ড মেম্বারদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাংক সদরদপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসের উপস্থিতিতে পাঁচটি প্রকল্প বাস্তবায়নে চুক্তি সই করা হয়। চুক্তি অনুযায়ী আঞ্চলিক বাণিজ্য ও কানেকটিভিটি, দুযোর্গ প্রস্তুতি এবং পরিবেশগত ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশকে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।
এরপরে গত ৪ মে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর শেষে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে নতুন রাজা ও রানির রাজ্যাভিষেকের আগাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও এদিন শেখ হাসিনা কমনওয়েলথ নেতাদের সঙ্গে একটি অনুষ্ঠানেও যোগ দেন।
৬ মে ওয়েস্টমিনিস্টারে রাজা ও রানির রাজ্যাভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে লন্ডন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রী। পরের দিন লন্ডনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।
যুক্তরাজ্যসহ তিন দেশ সফর শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
Leave a Reply