জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া প্রথম ধাপের উপজেলা নির্বাচন হবে ৪ মে। আগামী সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা হবে।
মঙ্গলবার বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে ২৭তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।
তিনি বলেন, ‘সংরক্ষিত ৪৮ আসনে আওয়ামী লীগ প্রার্থী দিতে পারবে। জাতীয় পার্টি দিতে পারবে ২ টি আসনে।’
এছাড়া উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যার প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ৪ মে অনুষ্ঠিত হবে।
সচিব বলেন, প্রথম ধাপে ৪ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। দ্বিতীয় ধাপের ভোট ১১ মে, তৃতীয় ধাপের ভোট ১৮ মে ও চতুর্থ ধাপের ভোট ২৫ মে। আগামী সপ্তাহে বিস্তারিত তফসিল ও উপজেলার নাম জানানো হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত জুন মাসে।
আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
Leave a Reply