এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি: মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে নড়াইলে শিক্ষকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখির বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র।
লিখিত বক্তব্যে জানানো হয়, বাংলাদেশ শিক্ষক সমিতি“ মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে ” বিভিন্ন কর্মসুচি পালন করে চলেছে।
যদি ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাশের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ঠ ঘোষনা না দিলে আগামী ১১ জুলাই ২০২৩ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার “ অবস্থান কর্মসূচি” পালন করা হবে। বাংলাদেশ শিক্ষক সমিতি ,নড়াইল জেলা শাখার সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মোরাদ হোসেন, নড়াইল জেলা শাখার সহ- সভাপতি নিমাই চন্দ্র পাল, মোঃ হায়দার আলী, প্রশান্ত দত্ত, মোঃ ফেরদৌস সিকদার, মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব হোসেন, প্রধান শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেনসহ জেলা.উপজেলা শিক্ষক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply