জেএন ২৪ নিউজ ডেস্ক: ঘড়ির কাঁটায় তখন সকাল ৭টা। রাজধানীর শাহআলী থানা এলাকায় চিড়িয়াখানা রোডের সড়ক বিভাজকের ওপর একটি কাগজের ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্রের গুলির মতো বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। শাহআলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে গুলি সদৃশ বস্তুর ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ধাতব বস্তুগুলো গননা করে দেখতে পান সেখানে ১৬শ রাউন্ড গুলি সদৃশ্য বস্তু রয়েছে। তবে এগুলো গুলি কিনা তা এখনো নিশ্চিত নয় পুলিশ।
শাহআলী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘সকালে পিস্তলের গুলির মতো দেখতে ১৬ পিস ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। তবে মনে হচ্ছে না এগুলো কোনো বুলেট।’
এ বিষয়ে ডিএমপির মিরপুর ডিভিশনের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ বলেন, ‘সকাল ৭টায় চিড়িয়াখানা রোডের সড়ক বিভাজকের উপরে একটি কাগজের প্যাকেটে রাখা গুলি সদৃশ ধাতব বস্তু জব্দ করা করেছে। তবে এগুলো ব্লাঙ্ক ফায়ারের জন্য ব্যবহৃত গুলি বিশেষ হতে পারে। ধারণা করা হচ্ছে, এসব বস্তু দ্বারা বিকট শব্দ তৈরি করা হয়। পিস্তলের গুলির তুলনায় এগুলো খুবই ছোট আকৃতির। তবে বিশেষজ্ঞদের মতামত ছাড়া এগুলোর প্রকৃত পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ কর্মকর্তা মফিজুর রহমান পলাশ আরও জানান, ধাতব বস্তুগুলো সোনালি রঙের যার সম্মুখ ভাগ লাল রঙের। এগুলো লম্বায় ০.৫০ ইঞ্চি। গুলি সদৃশ এসব ধাতব বস্তু আসলে কী সেটা জানতে আদালতের নির্দেশনা সাপেক্ষে সিআইডির ব্যালেস্টিক শাখায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষা শেষে বলা যাবে এগুলো গুলি কিনা।
Leave a Reply