রহিমা আক্তার উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিস শতভাগ ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্য নিয়ে উখিয়া উপজেলায় ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম শুরু হয়েছে। আর এতে নেতৃত্ব দিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ।
দক্ষ সার্ভেয়ার মোবারক হোসেনের নেতৃত্বে উখিয়া ভূমি সেবায় এ সফলতা অর্জিত হয়েছে। ভূমি সেবায় উখিয়া এখন দেশের মডেল উপজেলা হিসেবে স্বীকৃতি পাবার দাবিদার হয়ে উঠেছে। সহজে ভূমি সেবা পেয়ে এখানকার মানুষও খুব খুশি।
জানা গেছে, এ্যাসি ল্যান্ড সালেহ আহমেদ ও মোবারক হোসেন সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাদের বিশেষ সহযোগীতায় উপজেলার সরকারি খাস জমি উদ্ধার, মিসকেসে (নামজারি জমাভাগ খারিজ সংক্রান্ত) মামলা শুনানির মাধ্যমে দ্রম্নত মামলার নিষ্পত্তি, ভূমি নিয়ে স্থানীয় বিরোধের অবসান, স্বচ্ছতার সঙ্গে ভূমি সেবা প্রদান, মিউটেশন (ই নামজারি) তে শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। এ সবের বাইরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভেজালবিরোধী অভিযান, পরিবেশ রক্ষার অভিযান, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ, নিয়মিত ইউনিয়ন ভূমি অফিস পরির্দশন করে
উখিয়ায় প্রশংসা কুড়িয়েছেন তিনি।
স্থানীয় জনগণ জানান উখিয়া উপজেলা ভূমি অফিসে আমাদের কে স্মার্ট সেবা দিয়ে যাচ্ছেন এ্যাসি ল্যান্ড সালেহ আহমেদ ও সার্ভেয়ার মোবারক হোসেন সহ অন্য স্টাফরা তবে হঠাৎ শুনলাম মধুময় মিষ্টিমনের ভাষায় কথা বলে দ্রুত সেবা দেওয়ার জন্য দৌড়ে আসতো সেই সার্ভেয়ার মোবারক হোসেন এর বদলির কথা শুনে আমাদের অনেক কষ্ট বুকে লেগেছে আমরা উখিয়া উপজেলা বাসী এমন একটা মানুষ কে বিদায় দিলে আমাদের উখিয়া উপজেলা বাসীর অনেক কষ্ট হবে। আমরা উখিয়া উপজেলা বাসীর অনুরোধে সার্ভেয়ার মোবারক হোসেন কে আমরা উখিয়ায় চাই ও বদলি প্রত্যাহার চাই।
জানা যায়, উপজেলা ভূমি অফিসে জনবল সংকটে ভূমি সেবার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা অফিসে ০৬ জন কর্মকর্তা ও কর্মচারীর রয়েছেন। এত সংকটের মধ্যেও এসি ল্যান্ড সালেহ আহমেদ ও সার্ভেয়ার মোবারক হোসেন দক্ষতার সঙ্গে ভূমি উন্নয়ন ও জটিলতাসহ সব ধরনের সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে এ বছর উখিয়া উপজেলা ভূমি অফিস ই-নামজারিতে কক্সবাজার জেলা ৯টি উপজেলা, ৯টি থানা, ৪টি পৌরসভা, ৭১টি ইউনিয়ন, ১৮৮টি মৌজা, ৯৯২টি গ্রামের মধ্যে স্মার্ট সেবায় উখিয়া উপজেলা ২য় স্থান অর্জন করেছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ বলেন, জনবান্ধব জনসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তবে দক্ষ একজন সার্ভেয়ার পেয়ে আমি স্মার্ট সেবা জনগন কে দিতে পেরেছি, একজন মানুষও যাতে ভোগান্তির শিকার না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জনবল সংকটের কারণে মানুষকে সব ধরনের সেবা প্রদান করা সম্ভব হয় না। তারপরও আমরা সবসময়ই চেষ্টা করি সর্বোচ্চ সেবা দিতে।
Leave a Reply