জেএন ২৪ নিউজ ডেস্ক: সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বৃহস্পতিবার আরব নিউজ ও আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বিশেষজ্ঞরা নতুন চাঁদ দেখার পর সৌদি আরব ঘোষণা করেছে শুক্রবার ঈদুল ফিতর পালিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের সুপ্রিম কোর্টও শুক্রবার ঈদের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটার দিকে রাজ্যের সুদাইর এবং তামির জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রে বিশেষজ্ঞরা চাঁদের সন্ধানের জন্য টেলিস্কোপ এবং দেখার সরঞ্জাম নিয়ে জড়ো হন। পরে বিশেষজ্ঞরা চাঁদ দেখার ঘোষণা দেন।
রাজ্যের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, যে যে দেশগুলি চন্দ্র চক্রের গাণিতিক গণনার সঙ্গে সন্তুষ্ট এবং অর্ধচন্দ্রের নির্দিষ্ট দেখার প্রয়োজন হয় না তারা শুক্রবার ঈদ পালনে সৌদি আরবকে অনুসরণ করতে পারে। আর যাদের অর্ধচন্দ্রাকার চাঁদ দেখার প্রয়োজন তারা শনিবার পর্যন্ত অপেক্ষা করতে পারে।
জ্যোতির্বিজ্ঞানী মুহাম্মাদ আল থাকাফি বলেছেন, জ্যোতির্বিজ্ঞানের তথ্যে দেখা গেছে যে শুক্রবার ঈদুল ফিতরের প্রথম দিন হবে।
সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় ঈদুল ফিতরের নামাজের জন্য দেশের ২০ হাজার ৭০০টি মসজিদ এবং বাইরের নামাজের এলাকাকে প্রস্তুত ঘোষণা করেছে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে, ঈদুল ফিতরের সরকারি ছুটি আনুষ্ঠানিকভাবে ২১ এপ্রিল শুক্রবার থেকে শুরু হবে।y
Leave a Reply