জেএন ২৪ নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের শরিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যা ৬টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভাবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত বলে জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।
এই বিষয় নিয়ে কেন্দ্রীয় ১৪ দলের পাচঁজন নেতার সঙ্গে কথা হয়। তারা বলেন, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করাসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হবে। জোটের শরিকরা কয়টি আসনে প্রার্থী দিতে পারেন সেই বিষয়েও আলোচনা হবে।
২০০৮ সালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ২৩ দফার ভিত্তিতে আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে ওঠে ১৪ দলীয় জোট। ওই সময় থেকে আওয়ামী লীগের নেতৃত্বে জোটগতভাবে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেয় জোটের শরিকরা।
Leave a Reply