জেএন ২৪ নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি কিছুটা হলেও কৌশল করে না মানার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি বলেন, আচরণবিধি সম্পর্কে সবাইকে অবহিত করার জন্য কেবিনেট সচিবকে অনুরোধ করে চিঠি দেয়া হবে। আওয়ামী লীগ যেহেতু সরকারি দল, তাই তাদেরও চিঠি দেয়া হবে। কারণ, সরকারি দলের দায়িত্ব বেশি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দেয়া হবে।
রবিবার নির্বাচন কমিশন কার্যালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার মো. আলমগীর আরও বলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর আচরণবিধি ভঙ্গ নিয়ে অভিযোগ পেয়েছে কমিশন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।
এর আগে গত ৩ এপ্রিল গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ওই দিন ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, গাজীপুর সিটিতে ২৫ মে এবং খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন নির্বাচন হবে। শতভাগ ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম); প্রতিটি কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা।
Leave a Reply