জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পতনের কথা বলে লাভ নেই। সাহস থাকলে মাঠে এসে সরকার পতন করার দিন তারিখ ঘোষণা করেন।
এসময় বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করতে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকদের সজাগ থাকার আহবান জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি রাতে ঘুম আসেন না। দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায় তা নিয়ে ভাবেন। দেশের মানুষকে ভালো রাখতে জিনিসপত্রের দাম কামানোর জন্য, বিদ্যুতের জন্য তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা কখনো নিজের জন্য বিদেশে যান না। দেশের মানুষের জন্য তিনি বিদেশে যান। এর আগেও তিনি বিভিন্ন দেশে গিয়েছেন এবং কাতারে গিয়ে বাংলাদেশের জন্য জ্বালানির কথা বলেছেন। জ্বালানি সমস্যা সমাধানেও শেখ হাসিনা বিভিন্ন দেশে গিয়েছেন। তিনি বিদেশে গেলে দেশের মানুষ খুশি হলেও খুশি নয় বিএনপি।
আওয়ামী লীগের সময় শেষ— বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সময় কবে শেষ হবে। গত চৌদ্দ বছর ধরেই একই কথা বলছে বিএনপি। আওয়ামী লীগের সময় শেষ নয়, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের সময় শেষ হয়ে গেছে। যেকোনো পরিস্তিতি মোকাবিলা করতে আওয়ামী লীগ প্রস্তুত আছে।
কবে বিএনপি মাঠে নামতে চায় সেই সময় জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, সাহস থাকলে মাঠে এসে সরকার পতন করার দিন তারিখ ঘোষণা করেন। আওয়ামী লীগ প্রস্তুত আছে।
তিনি বলেন, লোডশেডিং কমে গেছে, এখন আর মানুষের ভোগান্তি নেই। লোডশেডিং একেবারেই বন্ধ হবে। সে ব্যব্যস্থই শেখ হাসিনা করেছেন।
আমেরিকার ভিসানীতির কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমেরিকার ভিসানীতিতে আওয়ামী লীগের ভয় নেই। যারা সুষ্ঠু নির্বাচনে বাঁধা দেবে তাদের বিরুদ্ধে আমেরিকার ভিসানীতি প্রয়োগ হবে। বিএনপি বলছে নির্বাচনে আসবে না, নির্বাচন হতে দেবে না, আমেরিকার ভিসানীতি বিএনপির সেই কথার জবাব।
তিনি বলেন, তারা (বিএনপি) ভাবছিল সিটি নির্বাচনে মানুষের অংশগ্রহণ হতাশাগ্রস্ত করবে। সেই দুঃস্বপ্ন সাধারণ মানুষও ভোটের মাধ্যেমে বর্জন করছে। আওয়ামী লীগ পরাজিত হলে বিএনপি বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এছাড়া কখনোই তারা সুষ্ঠু নির্বাচনের কথা স্বীকার করবে না। বিএনপি একটি দল যারা আইন বিচার কিছুই মানে না।
ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে উচ্চ আদালত। উন্নত বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার মতো আজব সরকার নেই। বাংলাদেশেও আর আসবে না। তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখে লাভ নেই। বিএনপি বিদেশিদের প্রভাবিত করে আবারও ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছে। এ দুঃস্বপ্ন দেখে লাভ নেই। আন্দোলনের নামে মানুষ পোড়াবে আর দেশে বিশৃঙ্খলা করবে এমন তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রয়োজন নেই। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
Leave a Reply