জেএন ২৪ নিউজ ডেস্ক: প্রতিবছর ৫০ লাখ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। বোরো চাষের জন্য চলতি বছর ৪৯ লাখ ৭৬ হাজার হেক্টর জমি চাষের টার্গেট ছিল। তবে এবার ৫০ লাখ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এবং সারা দেশে ৩৩ ও হাওরে ৯০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
রবিবার সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে বোরো ধান নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দেশে আগে প্রতিবছরেই দেখা যেত, হাওর এলাকা ডুবে যেত। ধান নষ্ট হয়ে যেত। হাওড়ে ধান কাটা ঝুঁকিপূর্ণ। ফলে কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারত না।
কৃষিমন্ত্রী বলেন, হাওড়ে সব মিলিয়ে ৯ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। হাওরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮ লাখ টন।
এদিকে কৃষকদের তাড়াতাড়ি ধান কাটতে উৎসাহিত করায় অধিকাংশ ধান কাটা হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, ‘চলতি বছর এখন পর্যন্ত খবর হলো, হাওরের ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০ শতাংশ ধান কাটা হয়েছে। সুনামগঞ্জে ১০০০ কম্বাইন হারভেস্টার ও ৬৬৮টি রিপার ধান কেটেছে। এবার তেমন বন্যাও আসেনি। এটা আমাদের একটা বড় অর্জন।
Leave a Reply