জেএন ২৪ নিউজ ডেস্খ : সাত মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ১ লাখ ৭২ হাজার বাড়িঘর ধ্বংস হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এমনটি হলে ঢাকায় অন্তত দেড় লাখ মানুষ মারা যাবে ও পাঁচ লাখ মানুষ হতাহত হবে বলে জানান তিনি।
মঙ্গলবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে দুর্যোগ সহনশীলতা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ‘ভূমিকম্পের প্রস্তুতির বিষয়ভিত্তিক অধিবেশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশকে ভুমিকম্প সহনীয় দেশ হিসেবে গড়তে আমরা কাজ করে যাচ্ছি। ভূমিকম্প সহনীয় দেশে পরিণত করতে ৩০ বছর সময় লেগেছে জাপানের। বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ দেশের মানুষের ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ। দুর্যোগের ঝুঁকি কমানোর সুফল আমরা পাচ্ছি।
ডা. এনামুর রহমান বলেন, সবাই বলে ভূমিকম্প হলে খাটের নিচে, টেবিলের নিচে বসে থাকতে হবে। কিন্তু আমি বাস্তবে বিশ্বাসী। ছয়তলা, সাততলা ভেঙে পড়লে খাটেও বাঁচাবে না, টেবিলও বাঁচাবে না। এজন্য আমাদের বাসাবাড়ি পরিকল্পনা করে সঠিক নিয়মে তৈরি করতে হবে। সবাই প্রতিনিয়তো ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক জানতে হবে।
সরকার রাজধানীকে আটটি জোনে ভাগ করেছে জানিয়ে তিনি বলেন, সরকার ভূমিকম্প সক্ষমতা তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে। জাইকার সহযোগিতায় ভূমিকম্প সহনীয় ভবনের ওপর সার্ভে করা হয়েছে। জাপান সবদিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
ভূমিকম্প মোকাবিলায় আমাদের তেমন সক্ষমতা নেই জানিয়ে তিনি আরও বলেন, তুরস্কে ও সিরিয়ায় হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এসব দেশেই ভূমিকম্পের ক্ষতি সামাল দিতে পারেনি। আর আমরা তো কিছুই না এসব দেশের তুলনায়।
তিনি বলেন, আমাদের বাস্তবতাকে সামনে রেখে কাজ করতে হবে। শুধু বললেই হবে না। সঠিকভাবে কাজ করতে হবে।
ঝুঁকিপূর্ণ ভবন ও পুরাতন ভবন ভেঙে জাপানের সহযোগিতায় ও জাইকার কারিগরি সহযোগিতায় নতুন ভবন তৈরি করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, এজন্য বেসরকারিভাবে প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে।
Leave a Reply