জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা জনগণের গণতন্ত্র চাই। সবার জন্য উন্নয়ন চাই, গুটিকয়েক মানুষের উন্নয়ন চাই না।
রবিবার রাজধানী পল্টনের একটি হোটেল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জমিয়াতে উলামায়ে ইসলাম এ ইফতারের আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, সরকার একদিকে সুষ্ঠু নির্বাচন কথা বলে, অন্যদিকে দিনের ভোট রাতে করে। নির্বাচনের পরিবেশের কথা বলে বিরোধীদলের নেতাকর্মীদের জেলে নিচ্ছে। গণতন্ত্রের কথা বলে বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনোদিন ভালো ভোট হবে না। ইউনিয়ন পরিষদের নির্বাচন ভালো হয় না, সংসদ নির্বাচন কী করে ভালো হবে? এখন বেগম পাড়া, সেকেন্ড হোম, গুলসান-৩ এসব নাম শুনতে হয়। আগে কোনোদিন শুনি নাই।
তিনি আরও বলেন, যত অত্যাচার-নিপীড়ণ সরকার করুক, জনগণ জেগে ওঠেছে। এবার তাদের বিদায় নিতেই হবে।
রোজার পর আন্দোলন আরো জোরদার হবে এমন প্রত্যাশা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন,অন্যায়ের বিরুদ্ধে রোজার মাসে শান্তিপুর্ন আন্দোলন চলবে। গেলো চার মাসে ১৮ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে তার বিচার চাই।
সরকারের সর্বোচ্চ ব্যক্তি নির্জলা মিথ্যা কথা বলেন মন্তব্য করেন মান্না। নওগার র্যাবের হেফাজতে মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেন তিনি।
আয়োজক সংগঠনের মহাসচিব মহিউদ্দিন একরামের সভাপতিত্বে এ সময় উপস্থিতি ছিলেন- জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ১২ দলীয় জোটের সমন্বয়ক ফরিদুজামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনডিপি’র মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
Leave a Reply