জেএন ২৪ নিউজ ডেস্ক: চিনির বাজার নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিলেও সেটির তোয়াক্কা করছেন না মিল মালিক ও ব্যবসায়ীরা। চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন মানুষের নাগালের বাইরে, তখন আবারও চিনির দাম বাড়ানোর চেষ্টা শুরু হয়েছে।
চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে দিয়েছেন মিল মালিকরা। সোমবার শুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাণিজ্য সচিব বরাবর ওই চিঠি পাঠানো হয়। আগামী ২২ জুন এই দাম কার্যকর করতে চান তারা।
বর্তমানে প্রতিকেজি খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেট চিনির দাম ১২৫ টাকা নির্ধারিত আছে। তবে সরকার-নির্ধারিত এই দাম ব্যবসায়ীরা মানছেন না। বাজারে প্রতিকেজি চিনি ১৩৫ টাকা থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী ২২ জুন থেকে প্রতিকেজি খোলা চিনির দাম ১৪০ টাকা এবং প্যাকেট চিনির দাম ১৫০ টাকা নির্ধারণের কথা জানানো হয়েছে।
নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মাধ্যমে ভোজ্যতেল, চিনিসহ আরও কয়েকটি আমদানি পণ্যের দাম নির্ধারণ করে সরকার। এই খাতের ব্যবসায়ীরা সম্প্রতি চিনির দাম বাড়াতে সরকারের দ্বারস্থ হয়ে ব্যর্থ হন। অবশেষে তারা নিজেরাই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেন।
Leave a Reply