জেএন ২৪ নিউজ ডেস্ক: উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে আজ মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ‘যারা এর সঙ্গে জড়িত তাদের দায়ভার বহন করতে হবে।’
বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলপূর্ব আলোচনায় আমীর খসরু এসব বলেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিএনপির উদ্যোগে এই মিলাদ মাহফিল হয়।
আমীর খসরু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে না পাঠালে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ষড়যন্ত্র করে আজ দেশনেত্রী বন্দী রাখা হয়েছে। শুধু তাই নয়, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে স্বৈরাচার এরশাদ আবার স্বৈরতন্ত্র শাসন শুরু করলে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তখন অনেক আপসের প্রস্তাব দিলেও আপসহীন ছিলেন বেগম জিয়া। কিন্তু শেখ হাসিনা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেদিন আপস করেছিলেন। এক এগারোর সময়ও খালেদা জিয়া আপস না করলেও শেখ হাসিনা তখনো আপস করেছিলেন।
সামনে আন্দোলনের কঠোর কর্মসূচি আসছে জানিয়ে সবাইকে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা।
দোয়া মাহফিলে আরও ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুলসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।
Leave a Reply