জেএন ২৪ নিউজ ডেস্ক: প্রবাসী শ্রমিকরা টাকা আয় করে দেশে পাঠায় আর ব্যবসায়ীরা দেশের টাকা বিদেশে পাঠায় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলছেন, চামড়া ব্যবসায়ীরা জনগণ ও ব্যাংকের টাকা খেয়ে ফেলছে।
সম্প্রতি রাজধানীর ব্র্যাক সেন্টারে আলোচনা সভায় মন্ত্রী এমন অভিযোগ করেন। শিল্প-কারখানায় উন্নত প্রযুক্তি ব্যবহার এবং এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে এই ডায়লগের আয়োজন করেছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ—সিপিডি।
শিল্পমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, ‘বেসরকারি ইউনিভার্সিটিগুলোতে কি ছেলেমেয়েরা লেখাপড়া করে? খালি সার্টিফিকেটই দেয়? না ব্যবসায়িক সেন্টার? ব্যবসা তো অবশ্যই করতে হবে ঠিক আছে। তারপরও সেখানে কারা পড়ান, কী পড়ান, তাদেরকে তদারকিও দরকার।’
দেশের জন্য ব্যবসায়ী ও শিক্ষিত সমাজের অবদান কম নয়— মন্তব্যের পাশাপাশি সমালোচনাও করেন মন্ত্রী। বলেন, ‘টাকা আয় করে তা দেশের বাইরে পাঠিয়ে দেন তারা।’
চামড়া ব্যবসায়ীদের কঠোর সমালোচনা করেন শিল্পমন্ত্রী। বলেন, ‘আমাদের হাজার হাজার পশুর চামড়া ওয়েস্টে যায়। গুটিকতক লোক যারা হাজারীবাগের বড় বড় ব্যবসায়ী তারা এখানে থাকেও না। এখন কাজও করে না তারা।’
‘এত টাকা তারা ব্যাংক আর বিভিন্ন জেলার ফড়িয়াদের কাছ থেকে নিয়েছে, চামড়া তো নিতে হবে ট্যানারিতে। তারাই একটা সিন্ডিকেট। চামড়া ওই ট্যানারির মধ্যে ফেলে টাকা এক সিজনেরটা আরেক সিজনে…। পায় কি না পায় এটা নিয়ে কোনো দরবার নাই।’
‘বড় বড় বাড়ি কেনা, গাড়ি কেনা, মন্ত্রীদের সঙ্গে খাতির, আমাদের সঙ্গে খাতির। কিছু করার নাই তাদের। চেম্বার, ফেডারেশন এইগুলো করে বেড়ায় কিন্তু ওইখানে নাই। একেবারে মানুষের টাকা খেয়ে ফেলছে। ব্যাংকের টাকাও খেয়ে ফেলছে। মাদ্রাসা-মসজিদে দান করা চামড়াগুলো পর্যন্ত নেয় না…।’ বক্তব্যের একপর্যায়ে রাজনীতি করেন বলে সব কথা বলতে পারেন না বলেও আক্ষেপ করেন তিনি।
Leave a Reply