জেএন ২৪ নিউজ জেস্ক: চলতি সপ্তাহ শেষের দিকে দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যা কয়েকদিন স্থায়ী হবে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে বিদায় নেবে শীত।
আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কমে যাবে এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। পরে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বেড়ে শীতের অনুভতি ক্রমান্বয়ে কমে শেষ হবে শীত।
সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে এমন পূর্বাভাস পাওয়া গেছে।
পূর্বাভাসে জানানো হয়, আজ দেশের কোথাও নেই শৈত্যপ্রবাহ। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার বিভাগে। বৃষ্টির আগে তাপমাত্রা বেড়ে যায়। ফলে দেশে গত এক দিনেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ আবদুর রহমান খান ঢাকা টাইমসকে বলেন, ‘আজ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা কমে গিয়ে দেশের কয়েক জায়গায় মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এটাই হতে পারে সর্বশেষ শৈত্যপ্রবাহ। যদিও পুরো ফেব্রুয়ারি মাসকেই শীতকালের অংশ বলা হয়ে থাকে। তবে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর ক্রমান্বয়ে তাপমাত্রা বেড়ে শীত বিদায় নেবে।’
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, দেশে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ এক ডিগ্রি তাপমাত্রা বেড়ে হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আজ ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দেশের কোথাও কোথাও এক থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার রেকর্ড করা হয়েছে। যদি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায় তবে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যায়। সেক্ষেত্রে আজ সারা দেশের কোথাও ১০ ডিগ্রির সেলসিয়াসের নিচে নেই।
এদিকে সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও বুধবার (৭ ফেব্রুয়ারি) সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃষ্টির আগে তাপমাত্রা বেড়ে যায়। বৃষ্টি হয়ে যাওয়ার পর তাপমাত্রা কমে গিয়ে আবারও তাপমাত্রা বাড়তে থাকবে বলেও জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘চলতি সপ্তাহের বৃস্পতিবার বা শুক্রবারের দিকে তাপমাত্রা কমে গিয়ে আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত অপরিবর্তিত থাকতে পারে। আগামী সপ্তাহের রবিবারের পর ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়তে শুরু হবে। এরপর তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই।
Leave a Reply