জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৭ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু নাম ঘোষণা করেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
Leave a Reply