শেরপুর প্রতিনিধি: শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ জুন) সকালে জেলা সদর হাসপাতাল চত্ত্বরে এ ক্যাম্পেইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু।
জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌর সভায় যৌথ আয়োজনে এ ক্যাম্পেইনে জেলার ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৯৯৩ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৬ হাজার ১৬২ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম, সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ জসিম উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
Leave a Reply