শার্শা (যশোর) সংবাদদাতা : শার্শায় ভারত থেকে পাচার হয়ে আসা অর্ধকোটি টাকা মুল্যের ৭৮কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে শার্শা থানার সীমান্তবর্তী শালতা গ্রামের মাঠ থেকে গাঁজা গুলি উদ্ধার করা হয়। শার্শা থানার অফিসার ইনর্চাজ আকিকুল ইসলাম জানান শার্শার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে আনা হবে এমন সংবাদে এসআই খান সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সেখানে গোপনে অবস্থান করেন।
ভোররাতে ভারত সীমান্ত পেরিয়ে ৫/৬ জনের একটি মাদক পাচারকারী দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদের গতিরোধ করলে চোরাকরবারীরা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তা গুলি উদ্ধার করে বস্তার মধ্যে থাকা ৭৮ কেজি গাঁজা জব্দ করে। যার বাজার মুল্য ৪৬ লক্ষ ৮০হাজার টাকা। উপজেলার ফুলসর গ্রামের বয়দার রহমানকে (৩৩) পাচারকারি হিসেবে তাকে আসামি করে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
Leave a Reply