জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর শাজাহানপুরে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে ‘দৃষ্কৃতকারীরা’। এ সময় অগ্নি নির্বাপণ কর্মীদের মারধরও করা হয। এতে দুজন আহত হয়। শনিবার রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার বিকাল ৫টায় শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নি নির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দেয় উচ্ছৃংখল ব্যক্তিরা। তারা অগ্নি নির্বাপণ কর্মীদের মারধর করে। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এবং একজন ড্রাইভার আহত হন। তারা হলেন খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম এবং একই স্টেশনের ড্রাইভার শরিফুল ইসলাম। আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিয়ে স্টেশনে ফেরত গেছেন।
শনিবার বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ২২টি আগুনের ঘটনার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ১২টি দুর্ঘটনায় আগুন নেভানোর কাজ করেছে। বাকিগুলোতে কাজ করতে হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
Leave a Reply