বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের দুই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। এবার তিনি রুপালি পর্দায় আসছেন কিং খানের মায়ের ভূমিকায়! হ্যা, খবরটা অবাক করার মতো হলেও এটাই সত্যি। শাকিবের ‘রাজকুমার’ সিনেমায় তার মায়ের ভূমিকায় থাকবেন মাহি।
যদিও খবরটি নির্মাতারা গোপন রেখেছেন। তবে বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে, ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের মায়ের চরিত্রে দেখা যাবে মাহিকে। ইতোমধ্যে শুটিং শেষ করেছেন মাহি। তার স্বামী তথা শাকিবের বাবার ভুমিকায় থাকবেন তারিক আনাম খান।
২০১৩ সালে প্রথম জুটি বেঁধে কাজ করেছিলেন শাকিব ও মাহি। সিনেমার নাম ছিল ‘ভালোবাসা আজকাল’। সেটি প্রযোজনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। পরিচালনায় ছিলেন পিএ কাজল। এরপর ২০২০ সালে ফের অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ সিনেমায় জুটি বাঁধেন শাকিব-মাহি।
চার বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন দুই তারকা, তবে মা আর ছেলের ভূমিকায়। এটিকে বিশেষ চমক হিসেবে রাখা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে। এ নিয়ে চুপ আছেন চিত্রনায়িকা মাহি এবং নির্তা সংশ্লিষ্ট সবাই। জানা গেছে, ঈদে মুক্তি পাবে ‘রাজকুমার’।
এই সিনেমাটি পরিচালনা করছেন শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ। প্রযোজনার দায়িত্বে আছেন ‘প্রিয়তমা’রই প্রযোজক আরশাদ আদনান। এখানে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। যুক্তরাষ্ট্র, লন্ডন, কানাডাসহ বিভিন্ন দেশে এটির শুটিং হয়েছে।
Leave a Reply