এস এম আলমগীর কবির , নড়াইল প্রতিনিধি : নড়াইলের ‘লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) বিকালে লক্ষ্মীপাশাস্থ ইউনিটি কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।
ফল উৎসবে বিভিন্ন দেশীয় ফলের আয়োজন করা হয়। ফল উৎসবের বিষয়ে ইউনিটি’র উপদেষ্ঠা লিয়াকত বিশ্বাস বলেন, আমরা দেশীয় ফলের কদর বৃদ্ধি করানোর জন্য ফল উৎসবের আয়োজন করছি।
তাছাড়া সাংবাদিকদের আয়োজনে ফল উৎসবে অন্য রকম আমেজ ফিরে এসেছে। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম আলমগীর কবির, আমন্ত্রিত অতিথি ব্যবসায়ী বুলবুল ইসলাম ও মাছুরা বেগম, ইউনিটির সহ-সভাপতি মোঃ বুলবুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শ ম কামাল হোসেন রিন্টু, কোষাধক্ষ মোঃ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ এনামুল, নারী বিষয়ক সম্পাদিকা রিয়া শারমিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আসমা আক্তার সাথী, সদস্য জনি চৌধুরী প্রমুখ।
Leave a Reply