লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : শুরু থেকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা হাসপাতালের বিরুদ্ধে এলাকা বাসীর অভিযোগের অন্ত ছিলো না ডক্টর নেই ঔষধ নেই, ডক্টর সাহেবরা ঠিক মতো সেবা দেন না, হাসপাতাল অপরিষ্কার অপরিচ্ছন্ন এন্তার অভিযোগ। তবে নুতন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃশেখ আবুল হাসনাত এর যোগ দানে সেবা’র মান উন্নতির দিকে। তার জজসেবার মানসিকতা, স্বাস্থ্যসেবার অপ্রতুল লজিস্টিক সাপোর্ট সত্বেও বদলে যেতে শুরু করেছে স্বাস্থ্য সেবার চিত্র। এতে উপজেলা বাসী দারুণ খুশি। ডাঃ হাসনাত ৪/১২/২০২৪ তারিখে লোহাগড়া উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে যোগদানের পর থেকে সততা ও নিষ্টার সাতে দায়িত্ব পালন করছেন। তার সময়োচিত নির্দেশনায় কর্মকর্তার কর্মচারি গন সঠিক সময় উপস্তিত হয়ে নিষ্টার সাতে সেবায় নিয়োজিত আছেন। হাসপাতালের পয়োনিষ্কাশন, পরিষ্কার পরিচ্ছন্নতা চোখে পড়ার মতো।এছাড়া পরিবেশ রক্ষা,ডেঙ্গু প্রতিরোধে কার্য কর প্রতিরোধের কারনে ডেঙ্গুসহ সব ধরনের রোগের বিস্তার লোপ পেয়েছে।উপজেলা হাসপাতালকে তিনি একটি মডেল হাসপাতালে পরিনত করার চেষ্টা করছেন। এব্যাপারে স্হানীয় প্রশাসন সহ নড়াইলের সিভিল সার্জন মহোদয়ের প্রয়োজনীয় বিষয়গুলো দেখভাল করছেন।
Leave a Reply