মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: রোটারি ক্লাব অব বান্দরবানের নতুন কমিটি গঠিত হয়েছে আর নতুন কমিটিতে আগামীতে এক বছর দায়িত্ব পালনের জন্য প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহাম্মদ চৌধুরী ও সেক্রেটারী হিসেবে হুমায়ন কবিরকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
১০ জুলাই সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রোটারি ক্লাব অব বান্দরবানের নেতৃবৃন্দরা।
এসময় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে রোটারি ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট ফারুক আহাম্মদ চৌধুরী বলেন, রোটারি ক্লাব বিশ্বব্যাপি সেবা ও মানবকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে আর সেই ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব বান্দরবান (রোটারি জেলা ৩২৮২) এর নতুন রোটারি বর্ষ শুরু হতে যাচ্ছে।
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বক্তব্য রাখতে গিয়ে বলেন, রোটারি ক্লাব অব বান্দরবান বান্দরবানে বহুবিধ উন্নয়ন কাজ অব্যাহত রেখে দুস্থ ও অসহায়দের পাশে রয়েছে। সামাজিক সংগঠন হিসেবে এই ক্লাবের সদস্যরা আগামীতেও বান্দরবানবাসীর কল্যাণে আরো বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে এটাই সকলের প্রত্যাশা।
এসময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, রোটারি ক্লাব অব বান্দরবানের নতুন প্রেসিডিন্ট ফারুক আহাম্মদ চৌধুরী, সহকারী গভর্নর মো. মহিউদ্দিন, রোটরিয়ান মো: নাজমুল হাসান ভূইয়া, রোটরিয়ান মো. শফিকুল আলম বাবলু, রোটরিয়ান সাইদুল ইসলাম জুয়েল, রোটরিয়ান অরুন কান্তি দাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে রোটারি ক্লাব অব বান্দরবানের নতুন কমিটির প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহাম্মদ চৌধুরী ও সেক্রেটারী হিসেবে হুমায়ন কবির এর নাম ঘোষনা ও তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
Leave a Reply