জেএন ২৪ নিউজ ডেস্ক: গাজীপুরে রেল লাইনে অগ্নিসংযোগ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে রেললাইনে পাহারায় থাকা আনসার-ভিডিপি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ভিডিপি) গণসংযোগ সহকারী রাসেল আহম্মেদ। আটক রেজাউল টাঙ্গাইল জেলার বাসিন্দা।
রাসেল বলেন, রবিবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর জেলার কলাপট্টিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করছিল এক ব্যক্তি। এ সময় ওই পয়েন্টে ডিউটিরত আনসার সদস্য জগদীশ চন্দ্র দাস বিষয়টি দেখতে পান এবং তার সঙ্গে থাকা অন্য সদস্য মিলে দুষ্কৃতকারীকে ধরে ফেলে।
জগদীশ চন্দ্র দাস জানায়, আটক ব্যক্তি প্রথমে রেললাইনের পাশের ঝোপে এবং পরে লাইনের কাঠে আগুন দেওয়ার চেষ্টা করছিল।
আটক রেজাউলকে গাজীপুর জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্টের নির্দেশনায় গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply