1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

রিহ্যাব মেলায় জনপ্রিয়তায় ছিলো “টুইন টাওয়ার”

  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৪২ Time View

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০২৪ শুরু হয় ২৩ ডিসেম্বর সকালে শুরু হয়ে ২৭ ডিসেম্বর রাত ৯টায় শেষ হয় এ মেলা। এবারের মেলায় বিভিন্ন রিয়েল স্টেট কোম্পানির ২২০টি স্টল সাজানো হয়েছে।

মেলার অন্যতম আকর্ষণ ছিলো টোকিও এইচ পাওয়ার (THP) প্রপার্টিজ লিমিটেড এর “টুইন টাওয়ার” প্রজেক্ট। বসুন্ধরা আবাসিক এলাকায় এল ব্লকে সাশ্রয়ী মূল্যের এ প্রজেক্টেটি ১৩০ ফুট/৪০ ফুটের ১৫ কাঠার কর্ণার প্লটে অবস্থিত।

আবাসন খাতে নতুনত্ব আনবে এ প্রজেক্টটি এমনটি জানান মেলায় উপস্থিত কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিন উদ্দিন তানবীর, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন এবং সিইও শওকত আহমেদ। তারা আগত অতিথি ও গ্রাহকদের THP এর প্রকল্পে আগ্রহের জন্য কৃতজ্ঞতা জানান ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, অভিজাত এলাকায় সাশ্রয়ী মূল্যের হাউজিং সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ টোকিও এইচ পাওয়ার (THP) প্রপার্টিজ লিমিটেড। আর এ লক্ষেই কাজ করে যাচ্ছে THP প্রপার্টিজ লিমিটেড। কোম্পানীর পক্ষ থেকে মেলায় ছিল ডিসকাউন্ট মূল্যে প্রি-বুকিং এর সেবা যা এখনো অল্প কিছু দিনের জন্য বিদ্যমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews